অনলাইন ডেস্ক : ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি যে কেবলই আম্বানি সাম্রাজ্যের সম্রাজ্ঞী সেটাই নয়, তিনি তার ফ্যাশন দিয়ে বারবার নজর কেড়েছেন টিনেশেলের।
সম্প্রতি টিরা বিউটির ইভেন্টে তিনি যে ব্যাগটি নিয়ে এসেছেন সেটা নিয়েও নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এর কারণ আম্বানির স্ত্রীর হাতে থাকা ছোট্ট ব্যাগটির দাম।
নীতা আম্বানির পপকর্ন ব্যাগ অদ্ভুত লুকের জন্য সহজেই নজর কেড়েছে সকলের। বাদ যায়নি ইশা আম্বানির গ্লিটার ব্যাগও। মা-মেয়ে দু’জনেই ভিন্ন ডিজাইনের দুটি হ্যান্ডব্যাগ নিয়ে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে।
নীতা আম্বানির হাতে যে পপকর্ন ব্যাগ দেখা যাচ্ছে সেটা পপকর্ন বাকেটের আদলে তৈরি। সাদা কালো বাজেটের উপর গোলাপি রং দিয়ে লেখা পপ কোকো। উপর পপকর্নের বদলে দেখা যাচ্ছে মুক্তা। এই ব্যাগটির দাম ২৪ লাখ টাকা।
হ্যাঁ, একেবারেই ঠিক পড়েছেন। এই ব্যাগটি আদতে শ্যানেলের। তাদের লোগোও রয়েছে ব্যাগের পিছনে।
অন্যদিকে ইশা আম্বানি এদিন যে ব্যাগটি হাতে নিয়ে হাজির হয়েছিলেন সেটি আরমানির ব্যাগ। এটির নাম জাস্ট ফর ইউ বো সিলভার ব্যাগ। এই ব্যাগটির দাম ৫৯৯৫ ডলার। অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় ৫ লাখ ৬ হাজার টাকা দাম সেই ব্যাগের।
এদিন টিরা বিউটির অনুষ্ঠানে নীতা আম্বানি পরেছিলেন কালো প্যান্ট এবং সাদা শার্ট। উপরে ছিল সাদা কালো চেক ব্লেজার। অন্যদিকে ইশা আম্বানি পরেছিলেন শার্ট, ব্লেজার এবং প্যান্ট।