”বিসিএসআইআর” রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মিতবিনিময় সভা

উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো. আহসানুর রাব্বী রাজশাহী গবেষণাগারের বিভিন্ন কর্মকান্ড, উদ্ভাবিত প্রযুক্তি, আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে প্রকাশিত আর্টিকেলের ধারাবাহিক উন্নয়ন এবং জনকল্যাণে পরিচালিত কর্মকান্ড তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় সম্মানিত সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তথ্যবহুল মতামত উঠে আসে। সম্মানিত অতিথিবৃন্দের প্রশ্নগুলোর উত্তর প্রদান করেন “বিসিএসআইআর”-এর রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. মো. সেলিম খান।
পাশাপাশি তিনি উত্তর অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতি এবং ফল চাষের রপ্তাহির অগ্রগামী করার জন্য আন্তর্জাতিক মান সম্পন্ন এক্রিডিটেড ল্যাব প্রতিষ্ঠার বিষয় তুলে ধরেন।
কৃষি উপজাত থেকে অত্র গবেষনাগারে আবিষ্কৃত শিল্পপণ্যের কাঁচামাল, গবাদিপশুর খাদ্য, হাসমুরগির খাদ্য, মৌসুমি ফল সংরক্ষণের উপায়, ভিটামিন সমৃদ্ধ বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট ইত্যাদি বিষয়ক প্রযুক্তি যেগেুলো দেশের অর্থনীতিতে অবদান রাখতে উপযোগী দর্শক-শ্রোতা ও শিল্পোদ্যক্তাদের প্রশংসা পায়।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ড. মো. সেলিম খান অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত ও সর্বাঙ্গীন সুন্দর করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *