নওগাঁয় হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন করা হয়েছে। শিগগির ওই কমিটির সভা আয়োজনের মধ্যে দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ কথা জানান জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলার শহীদদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আহতদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের কার্যক্রম চলছে। পরিবর্তিত প্রেক্ষাপটেও জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে যাতে অবনতি না হয় সেদিকে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি রয়েছে।
তিনি বলেন, দুই মাসে জেলায় ১৫২টি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪১ মামলা, ৬ লাখ ৫৯ হাজার ৯৫০ টাকা জরিমানা ও ১৪০ জনকে কারাদণ্ড দেন। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং চোরাচালন রোধে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩৩১টি অভিযান পরিচালনা করে ২১৪ মামলা, ২৩৪ জনকে আটক করেছে। এসময় দুই কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯২ টাকা সমমূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বাজার ও চালকলে ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিন ব্যাবহারের অপরাধে ১৭টি মামলায় ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কুতুব উদ্দিনসহ সেনাবাহিনী, র্যাব ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।