দেশের শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : দেশের শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর র‌শিদ‌কে‌ গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দি‌কে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, রশিদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, রাজশাহীর পুঠিয়া এলাকার ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের সঙ্গে চাল ব্যবসায়ী আব্দুর রশিদের ব্যবসায়িক লেনদেন ছিল। পাবনার ঈশ্বরদীতে রশিদ ওয়েল মিলস্ লি. নামে আবদুর রশিদের একটি তেলের কারখানা রয়েছে। রশিদের মিল থেকে ফিড মিলের কাঁচামাল কেনার জন্য আব্দুর রশিদকে চেকের মাধ্যমে এক কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকা অগ্রিম প্রদান করেন আতিকুর। টাকা নেওয়ার পর দেড় বছর ধরে আটকিয়ে রেখে মালামাল ও টাকা কোনোটায় দিচ্ছিলেন না রশিদ। ২০২৩ সালের ১৩ আগস্ট রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে আব্দুর রশিদ ও তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মেহেদী হাসানকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত সমন জারির পর আব্দুর রশিদ হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।

মামলার বাদী আতিকুর রহমানের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব ব‌লেন, আব্দুর র‌শিদ ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি ও তার পরিবার সদস্যরা আত্মগোপনে ছিলেন। আজ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তা‌কে আদালতে নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, আব্দুর রশিদ দে‌শের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক। ঋণ খেলাপির অ‌ভি‌যো‌গে তার বিরু‌দ্ধে দে‌শের বেশ কয়েকটি ব্যাংকের দায়ের করা মামলা চলমান রয়েছে। এছাড়া তার বিরু‌দ্ধে সি‌ন্ডি‌কে‌টের মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণ করার অ‌ভি‌যোগ রয়েছে। তথ্যসূত্র: বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *