পাবনা প্রতিনিধি: পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে স্পীডবোট চলাচল বন্ধ হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পাবনা জেলা থেকে ঢাকা রাজধানী মুখী যাত্রীরা।দ্রুত সময়ে ঢাকায় যাতায়াতে স্পীডবোট জনপ্রিয় যাত্রীদের কাছে।ফলে বাধ্য হয়ে বর্তমানে লঞ্চ ও ফেরিতে চলাচল করছেন তারা।তবে দ্রুত স্পীডবোট চালু করতে বিআইডাব্লিউটিএর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
২০১৬ সালের দিকে এই নৌরুটে লঞ্চ ও ফেরির পাশাপাশি স্পীডবোট চলাচল শুরু হয়।কাজিরহাট থেকে আরিচা নৌরুটের দূরত্ব ১৩ কিলোমিটার।এই রুটে ৪টি ফেরি ও ৯টি লঞ্চ চলাচল করে।
তবে সময় কম লাগায় রাজধানীতে যাতায়াতের জন্য স্পীডবোটই জনপ্রিয় হয়ে ওঠে এই রুটের যাত্রীদের কাছে।প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ এই রুটে স্পিডবোটে চলাচল করে।
বিগত সরকারের সময় স্থানীয় আওয়ামীলীগ নেতারা তাদের লোকজনের মাধ্যমে স্পীডবোটগুলো পরিচালনা করতেন।কিন্তু ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় আওয়ামীলীগ নেতারা ও তাদের লোকজন।
ফলে সেইদিন থেকে বন্ধ হয়ে যায় স্পীডবোট চলাচল।এমন পরিস্থিতিতে লঞ্চ ও ফেরিতে চলাচল করছেন যাত্রীরা।তবে সময় বেশি লাগায় অস্বস্তিতে পড়েছেন যাত্রীরা ও যাত্রীদের অভিযোগ দ্রুত স্পিডবোট চালু হোক।