রাজশাহীতে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গোদাগাড়ী উপজেলায় ২৪ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়াও পুঠিয়া উপজেলায় বেলপুকুর থানা এলাকায় ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানিয়েছে।
মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলপুকুর থানার ভড়–য়া পাড়া এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কারবারির নাম নাদিরা বেগম (২৯)। তার বিরুদ্ধে বেলপুকুর থানায় একটি মাদকের মামলা রয়েছে। বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ডিবি পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাজশাহী জেলার ডিবি পুলিশ গোদাগাড়ী মডেল থানার সাহাব্দিপুর গ্রাম থেকে ভোর ৫ টার দিকে তিনজন মাদককারবারিকে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মাসুম (২১), হোসেন আলী (৩২) ও কামাল (৩৮)।

রোববার ভোর ৫ টার দিকে অভিযান পরিচালনার সময় ডিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। তাদেও আটক করা হলে জিজ্ঞাসাবাদো তাদের দেখানো মতে ট্রাকের সামনের কেবিন-এর ভিতর সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত দুই বস্তায় মোট ২৪ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
মাদক বহনকারী একটি পুরাতন হলুদ ও নীল রঙের অশোক লেল্যান্ড ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় রাজশাহী গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *