বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান

বান্দরবান প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ উপহার অনুষ্ঠিত। ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় বান্দরবান প্রেসক্লাব হল রুমে উক্ত বই ও শিক্ষা উপকরণ অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলার ছাত্র প্রতিনিধি আসিফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব মনোনীত সদস্য এবং বান্দরবান জেলা আআইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব এডভোকেট আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব ওবাথোয়াই মার্মা, বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল ইসলাম রিমন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবুল কালাম বলেন, সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী উপহার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রসংশনীয় উদ্যোগ।

যেই শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে তারাই সামনে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভুমিকা রাখবে। শিক্ষার্থীদের যে কোনো ধরনের প্রয়োজনে জেলা পরিষদও সার্বিক সহযোগিতা করবে।

এসময় প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা চলমান রাখবে বলে জানান।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বান্দরবান জেলা প্রতিনিধি মুহাম্মদ মুসা,আমিনুল ইসলাম, জোবায়ের হোসেন, হাবিব আল মাহমুদ, মিছবাহ উদ্দীন, মাহীর ইরতিসাম, তানভীর হোসেন ইমন, আব্দুল্লাহ মাওয়াজ সানিম, রাশেদুল ইসলাম ও মো: রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *