অনলাইন নিউজ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপলক্ষ্যে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন।
যেখানে একে একে হাজির হয়েছেন অপি করিম, সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কোনাল, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারকাদের মিলনমেলার সেই আয়োজনের বিভিন্ন মুহূর্ত, ছবি ও ভিডিও।
যেখানে একটি ক্লিপ দর্শকের বেশি নজরে এসেছে। সেটি হচ্ছে মেগাস্টার শাকিব খান ও পরীমণির আলিঙ্গনের মুহূর্ত।
রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শাকিব খান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পন্যর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী-নায়িকাদের যুক্ত করিয়েছেন। সেখানে শোবিজাঙ্গনের প্রায় সকল পরিচিত মুখই রয়েছে।