অনলাইন নিউজ ডেস্ক: ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন আর্জেন্টিনার বুয়েনস এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা গেছেন। মাস খানেক আগে বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’-এর এই সদস্যের এমন নির্মম মৃত্যুতে চোখের জল ফেলে পৃথিবীর শ্রোতা দর্শক!
এবার তার একটি পুরনো পোস্ট সামনে এলে একইরকম আলোচনায় নেটিজেনরা! ক’দিন আগেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে লিয়ামের। এই পরিস্থিতিতে তার পুরনো একটি টুইট ফিরে এসেছে নেটমাধ্যমে!
প্রায় ১৪ বছর আগের সেই টুইটে এক বাক্যে একটি প্রশ্ন করেছিলেন লিয়াম! নতুন করে তা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। কী লেখা ছিল সেই টুইটে?
লিয়ামের সেই টুইটে লেখা, ‘আমার মৃত্যু হলে, স্মরণসভায় আসবে তুমি?
২০১০ সালের সেই টুইটের মন্তব্যের ঘরে উপচে পড়ছে অনুরাগীদের আবেগ। প্রিয় সংগীতশিল্পীকে সদ্য হারিয়ে ফেলার পরে তার এই একটি বাক্য যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
কেউ কেউ ব্যান্ড ভেঙে যাওয়ার ঘটনাকে জুড়ে দিতে চাইছেন। পুরনো ওই টুইটের নীচে লিয়ামের শেষকৃত্যের ছবি পোস্ট করেছেন বহু নেটিজেন। সেখানে দেখা যাচ্ছে ব্যান্ডের পুরনো সদস্যরা এসেছেন। ছবির সঙ্গে লেখা, ‘তারা এসেছিল!’