অনলাইন নিউজ ডেস্ক: চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ টক-শো উপস্থাপনার মাধ্যমে দেশ বিদেশের দর্শকদের কাছে পরিচিতি পান দীপ্তি চৌধুরী। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনকালীন সাবেক বিচারপতি মানিকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে দীপ্তি সবার প্রিয় মুখ হয়ে ওঠেন।
গেল কিছুদিন যাবৎ অনেকটা খ্যাতির বিড়ম্বনায় পড়তে হচ্ছে দীপ্তিকে। ফেসবুকে চোখ রাখলেই তাকে নিয়ে বিভিন্ন ভিত্তিহীন তথ্য দিয়ে মীম বানানো হচ্ছে। কখনও দীপ্তির ফ্যামিলি, কখনও বা তার শিক্ষাগত অবস্থান নিয়ে নানাভাবে একটি পক্ষকে ট্রল করতে দেখা যাচ্ছে।
সুরুজ আলী নামে আরেকটা মন্তব্য করেছেন, আপনার বিরুদ্ধে অপপ্রচার করে কেউ কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। আপনি এগিয়ে যান।
দীপ্তি চৌধুরী উপস্থাপনার বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করেছেন। তিনি চ্যানেল আইতে ‘এখন কি চাই’ এবং ‘স্ট্রেইট কাট’ দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।