রাজশাহীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সাম্য , সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগতমান পরিবর্তনের লক্ষ্যে সদস্য সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর।শুক্রবার (২২ নভেম্বর) নগরীর পদ্মা গার্ডেনের পদ্মা ফুড এন্ড কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকীর সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলার সভাপতি মাওলানা হোসাইন আহমদ।

এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, গত ১৬বছর যাবৎ স্বৈরাচারী খুনি হাসিনা সরকার দুর্নীতির মাধ্যমে অন্যায় অবিচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে পৃথিবীর বুকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে বিগত ফ্যাসিস্ট সরকার।

তিনি আরো বলেন, জুলাই গণহত্যাকান্ডের যথাযথ বিচার এবং এই হত্যাকান্ডে যারা সহযোগিতা করেছে তাদেরকে নিষিদ্ধ করাসহ দুর্নীতির সাথে যারা জড়িত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করতে হবে। ছাত্র-জনতার এক সাগর রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি তা কোনভাবেই ভুলণ্ঠিত হতে দেয়া হবে না।

আগামীতে আর কোন স্বৈরাচারী শাসক যেন বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলগুলোতে গুণগত পরিবর্তন আনতে হবে।

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে নেতা-কর্মীদের মাঠে ময়দানে কাজ করার আহবান   জানান।

সম্মেলনে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মালেশিয়া শাখার সভাপতি আমিরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম রাজশাহী জেলার সভাপতি মুফতি ইয়াকুব আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেটারিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মির্জা হুমায়ুন কবীর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের রাজশাহী জেলার সভাপতি মাওলানা আহমাদুল্লাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা সভাপতি মুহা. হাসিবুর রহমান, নগর সভাপতি হাফেজ তোফাজ্জল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, মহানগর সভাপতি মোঃ আজিজুল হকসহ জেলা, নগর ও থানা নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *