সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্বের দাবি

নলাইন নিউজ ডেস্ক: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন, সংবিধান সংস্কার কমিশনে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি ও সংবিধানে তাদের অবস্থান সুনিশ্চিত না হলে তারা কোন পরিবর্তন মেনে নেবে না।

শুক্রবার (২২ নভেম্বর) ৮ দফা দাবি নিয়ে নগরীর মাহিগঞ্জ কলেজ মাঠে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সমাবেশে জাতীয় হিন্দু মহাজোট ও সংখ্যালঘু মোর্চাসহ বিভিন্ন সনাতনী সংগঠনের নেতাকর্মী এবং রংপুর বিভাগের সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com