১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা থেকে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিজানুর রহমানকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৫-এর স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান চাঁপাইনববাগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ডোমপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আটক মিজানুর রহমান একজন পেশাদার শীর্ষ মাদক ব্যবসায়ী। ২০২২ সালের ২৬ জানুয়ারি মাদক বিক্রয় এবং সংরক্ষণের সময় ৯৩৫ গ্রাম হেরোইনসহ র‍্যাবের টহল দলের কাছে হাতেনাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তার নামে একটি মাদক মামলা দায়ের হয়।

পরবর্তীতে উক্ত আসামি জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকেন। এরপর আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান এবং ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *