বাঘায় মধ্য বয়সী মানসিক ব্যাক্তিকে গলা কেটে হত্যা , তদন্তে পুলিশ

বাঘা প্রতিনিধি:  রাজশাহীর বাঘা উপজেলায় মধ্য বয়সী মানসিক এক ব্যাক্তিকে গলাকেটে হত্যা করা হয়েছে। তদন্তে পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা কাজ করছেন। মৃত্যু ব্যাক্তির নাম আনিছুর রহমান (৪০)। সে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর বলিহার গ্রামের সামছুল হকের ছেলে।

শনিবার সকালে স্থানীয় বিভিন্ন সূত্রমতে জানা যায়, নিহত ব্যাক্তি একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। সে মাঝে মধ্যে বিভিন্ন বয়সের নারীদের দেখলে অকথ্য ভাষায় গালি গালাজ করতেন।তার আচরণে অনেকে ক্ষুদ্ধ হতেন। যার কারনে তাকে হত্যা করা হয়েছে।

তবে স্থানিয়দের অনেকে ভিন্ন মত প্রকাশ করে বলেন, তার নিকট গচ্ছিত কিছু অর্থ (৫হাজার) টাকা মজুদ ছিল। ওই টাকা গুলো মাদকাশক্তরা সিনতায় করার উদ্দ্যেশে খুন করতে পারে বলে ধারনা করছেন।

এবিষয়ে চারঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার প্রণব কুমার বলেন, মনিগ্রাম ইউনিয়নের একটি আম বাগানে শনিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মৃত আনিছুরকে গলাকেটে হত্যা করেছে।

হত্যার প্রকৃত সত্য উদঘাটন বিভিন্ন স্তরে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহত ব্যাক্তির স্ত্রী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতী চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম (ডিএজবি) পত্রিকার প্রতিনিধিকে জানান, হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করার প্রচেষ্টায় পুলিশ কাজ করছে।

পুলিশ সুপারের নির্দেশনায় সকলস্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ তদন্ত শুরু করেছে।

অভিযুক্তদের আটক করে বিজ্ঞ আদলতের মাধ্যমে সঠিক বিচারের প্রত্যাশা করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *