নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার উদ্যোগে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপের আয়োজন করা হয়। শনিবার দুপুরে রাজশাহী নগরীর জিরো পয়েন্টে এ সংলাপের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির ছিলেন গণসংদী আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এ সময় তিনি বলেন, ৭২ এর সংবিধানে জন আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে।
ক্ষমতা কাঠামো পাকাপোক্ত করতেই ৭২ এর সংবিধান তৈরি করা হয়েছিল। ৭২ এর সংবিধানই বাকশাল তৈরি করেছিল এই সংবিধান কে বদলাতে হবে।
সাকি আরো বলেন, বৈষম্য দূর করতে হলে ফ্যাসিস্ট সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে।
অভূথ্যানের চেতনায় নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। জনগনের নিজস্ব রাজনৈতিক দল তৈরি করতে হবে।
গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট মুরাদ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংলাপে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্র কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।
সংগঠনের রাজশাহী জেলা সদস্য সচিব জুয়েল রানার সঞ্চালনায় এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।