রাজারহাটে মসজিদে হামলার হুমকির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের রাজারহাটে শুক্রবার ২২শে নভেম্বর সন্ধ্যায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কামারপাড়ায় বাজারে মসজিদে হামলার হুমকির প্রতিবাদে তৌহিদী জনতা বিক্ষোভ করে হুমকিদাতার শাস্তি দাবী করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার দুপুর ২ঃ০০ঘটিকার দিকে রংপুরের মাহিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইস্কনের সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রাজারহাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা বাস যোগে রহনা দেন।

কাউনিয়া বাজারে তাদের বহনকারী বাস পৌছালে কিছু উগ্রবাদী তাদের গাড়ি থেকে নামিয়ে সমাবেশ স্থলে যেতে বাধা দেওয়ার অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন।

এরেই প্রেক্ষিতে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত প্রেমা কর্মকারের ছেলে পরিমল কর্মকার তার এক কমেন্টে মুসলমানদের মসজিদে হামলা করার হুমকি দিয়ে কমেন্ট করেন।

তার এই কমেন্ট কে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানেরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।

এই ঘটনায় কামারপাড়া বাজারে চরম উত্তেজনার সৃষ্টি হলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে এসে উত্তেজিত তৌহিদী জনতাকে শান্ত থাকার আহবান জানান।

মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার দায়ে যে কোন মুল্যে অপরাধী পরিমল কর্মকারকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন।

এর আগে পরিমল কর্মকারের মসজিদে হামলার হুমকির প্রতিবাদে বিক্ষিপ্ত জনতা বিক্ষোভ করে মিছিল করেন এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করতে তৌহিদী জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশীদ মামুন,ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল বিল্লাহ সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com