নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) কাদিরগঞ্জ এলাকায় রাজশাহী সরকারি মহিলা কলেজের অভিযোগের প্রেক্ষিতে প্রাচীর সংলগ্ন উত্তর কোণে কিছু পাকা অবৈধ স্থাপনা এবং মহিলা কলেজের প্রাচীর সংলগ্ন রাস্তার পার্শ্বের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ ধারা অনুযায়ী মহানগরীর ১৩নং ওয়ার্ডের কাদিরগঞ্জ এলাকায় রাজশাহী সরকারি মহিলা কলেজের অভিযোগের প্রেক্ষিতে মহিলা কলেজের প্রাচীর সংলগ্ন উত্তর কোণে কিছু পাকা অবৈধ স্থাপনা এবং মহিলা কলেজের প্রাচীর ঘিরে গড়ে ওঠা কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৩) ধারা অনুযায়ী স্বপ্নচূড়া মার্কেটের মোড় হতে লাইসেন্সবিহীন ০১টি চার্জার রিক্সা আটক করে ১ জন ব্যক্তির নিকট হতে ২০০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উচ্ছেদ অভিযানকালে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com