বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি উৎপাদনের অপরাধে দুই প্রতিষ্ঠানের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার সিমলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই কয়েকটি কারখানা চলছে।
যেখানে উৎপাদন সামগ্রী ঢাকনাবিহীন অবস্থায় রাখে। এছাড়া কারখানার আশপাশে নষ্ট দুধের দুর্গন্ধে স্বাস্থ্যঝুকির আশঙ্কা রয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সিমলা বাজার এলাকার দই ও মিষ্টি কারখানায় যান নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
প্রসিকিউটর হিসেবে সঙ্গে ছিলেন থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি উৎপাদনের প্রমাণ পেয়ে দুই প্রতিষ্ঠানের দুই হাজার টাকা সতর্ক জরিমানা করা হয়।
অর্থদন্ডিতরা হলেন- ভাই বোন মিষ্টি ঘরের জনাব আলী এবং সাকিব মিষ্টি ঘরের শাজাহান আলম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রীর কারখানা চলবে না।