রাজশাহীর নিরাপত্তা জোরদার করতে পুলিশ কমিশনারকে ইয়্যাসের চিঠি

নিজস্ব প্রতিবেদক: শান্তির নগরী রাজশাহীতে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে রাজশাহীর নিরাপত্তা জোরদার করতে আরএমপির পুলিশ কমিশনারকে আবেদন জানিয়ে চিঠি দিয়েছে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস।

‘তারুণ্যের জয় হবে নিশ্চয়ই’ এ প্রত্যায়ে এগিয়ে চলা বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহীর উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠনটি মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রেজিস্ট্রি ডাক ও ইমেইল যোগে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার বরাবর চিঠিটি প্রেরণ করে।

সংগঠনের পক্ষে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি মোঃ শামীউল আলীম শাওন এতে স্বাক্ষর করেন।

চিঠিতে বলা হয়েছে যে, শান্তির নগরী রাজশাহীতে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্যনীয়।

এ বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। রাজশাহীর ইতিহাসে কখন প্রকাশ্যে দিবালোকে জনবহুল স্থানে ছিনতাই ও অন্যান্য অপরাধ কর্মকান্ডের ঘটনা ঘটেনি। যা সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিনিয়তই এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটছে।

প্রাপ্ত তথ্য বলছে যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এমন অনাকাঙ্খিত ঘটনা নগরবাসীর মধ্যে ভয়-ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করেছে।

বিশেষত ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের এলাকাগুলোতে নিরাপত্তার অভাবে নাগরিকদের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে নগদ অর্থ লেনদেনের কারণে সেগুলো অপরাধীদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সন্ধ্যার পর ক্রেতাদের এবং বিক্রেতাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এ ধরণের ঘটনা রাজশাহীর শান্তিপূর্ণ পরিবেশ ও সুনাম নষ্ট করার হুমকি দিচ্ছে।

চিঠিতে নগরবাসীর জন্য পুলিশ কমিশনারকে তার নিরালস প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বর্তমান পরিস্থিতি বিবেচনায় অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণে আরো সক্রিয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করে বেশকিছু সুপারিশ করা হয়েছে।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে- পুলিশি টহল বৃদ্ধি, ব্যাংক, আর্থিক ও ব্যবসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তায় বিশেষ নজরদারী ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সিসিটিভি ক্যামো স্থাপন, ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ কার্যক্রম পরিচালনা করা।

রাজশাহী তার ঐতিহ্য, সংস্কৃতি ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত বলে উল্লেখ করে এই সুনাম বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *