বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ রমজান আলী সরদার ও সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিঠু সরকার (দৈনিক জবাবদিহি ), সাংগঠনিক সম্পাদক সুমিত রায় (দৈনিক উপাচার), অর্থ সম্পাদক আপেল মাহযমুদ রাঙ্গা (দৈনিক রাজশাহীর আলো) এ ছাড়া, কার্যনির্বাহী সদস্যরা হলেন- সাজু মাহমুদ ( এস এম নিউজ টিভি),মোঃ সিদ্দিক (দৈনিক বাংলার দূত),মোঃ আকতার হোসেন মুকুল (দৈনিক জনতার ইশতেহার) প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের নিজ কার্যালয়ে ৫ পদে (সভাপতি, সাধারণ সম্পাদক,যুগ্ন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক), গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।