বাগেরহাট প্রতিনিধি: দীর্ঘ ১৮ বছর পরে বাগেরহাট বিএমপির সাবেক এমপি সেলিম এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চান তিনি।
বাগেরহাট কচুয়া ২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এস সেলিম জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এম এ এস সেলিম গতকাল সোমবার ২৫ নভেম্বর দুপুরে বাগেরহাটে পৌঁছে নিজ পিতার নামে প্রতিষ্ঠিত বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।
তিনি আরো বলেন দীর্ঘ ১৮ বছর পর আমার নিজ এলাকা বাগেরহাটে আসতে পেরেছি বাগেরহাট জেলার সকল মানুষের ভালোবাসায়।
আপনারা জানেন বাগেরহাটের উন্নয়নে আমি কতটা কাজ করেছি বিগত দিনগুলিতে বিএনপি আমলে নিয়া বাগেরহাট উন্নয়ন কাজগুলো থমকে গিয়েছিল সেটা পুনরায় শুরু করার ইচ্ছা পোষণ করে বলেন বাগেরহাটের অসমস্ত কাজগুলো আপনাদের সাথে নিয়েই করতে চাই।
তিনি আরো বলেন আমি বাগেরহাটে যে উন্নয়ন করেছি তা এখনো কেউ করতে পারেনি। তিনি আরো বলেন বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে কোন ধরনের দালাল, লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসী, আমার পাশে স্থান পাবে না এমনকি বিএনপি রাজনীতিতে এদের কোন ঠাই দেওয়া হবে না।
এবার অনেক সুন্দর ও নিষ্ঠার সাথে আমরা সকলে মিলে এগিয়ে যাব এবং আপনারাও আমাকে নিজেদের সন্তান মনে করে এগিয়ে আসবেন। তিনি আরো বলেন বাগেরহাটের সন্তান হয়ে জন্মে আমি গর্বিত।
হেমন্তর দুপুরে এক আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এম এ এস সেলিম বিলায়েত হোসেন ডিগ্রী কলেজ মাঠ মঞ্চে পৌঁছালে ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতি সাবেক সহ-সভাপতি কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম মেহেবুবুল হক কিশোর সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুল কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক সিকদার নুরুল আমিন সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম সাংবাদিক হেদায়েত হোসেন লিটন প্রমুখ।