শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার বেলা ১২টার সময় উপজেলা হল রুমে রক্তাক্ত জুলাই—আগস্টে আহত ও নিহতদের স্মরণ করলো উপজেলা প্রশাসন ঝিনাইগাতী । এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিকের সঞ্চালনায় স্মরণ এক সভা অনুষ্ঠিত হয়েছে ।
নতুন বাংলাদেশ গড়া ও বৈষম্য দূর করা লক্ষ্য নিয়ে নিহত ও আহত পরিবারে প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ফায়েজুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, ওসি আল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তুফা কামাল, এনামূল হক সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।
এসময় জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র জনতার অভ্যুখানে আহত ও নিহত পরিবারের পক্ষে নিহত সৌরভের পিতা সোহরাব হোসেন, আহত শাহাদাৎ সহ পরিবার বর্গের আবেগ প্লাবিত কথা মনোযোগ দিয়ে শ্রবণ করেন উপস্থিত অতিথিরা ।
সভার সভাপতি আশরাপুল আলম রাসেল জুলাই— আগস্টে রক্তাক্ত বাংলাদেশে সকল শহিদদের আত্মার মাগফেরাত আহতদের সুস্থতা কামনা করে বলেন বৈষম্য দূর করে ছাত্র জনতার গণ অভ্যুখানের স্বপ্ন বাস্তবায়নে ষৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে সবাইকে স্ব—স্ব জায়গা থেকে কাজ করতে হবে ।
আহত/নিহত পরিবারের পাশে সামাজিক ও সরকারি ভাবেও পাশে থাকবেন বলে জানান । স্মরণ সভায় উপজেলার ৪জন আহত তিনজন নিহত পরিবারের সদস্যবর্গ সহ ছাত্র জনতার নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।