মেসিদের নতুন কোচ মাশ্চেরানো

অনলাইন ডেস্ক : লিওনেল মেসির কোচ হওয়ার আগ্রহ আগেই জানিয়েছিলেন হ্যাভিয়ের মাশ্চেরানো। পেতে চেয়েছিলেন অনূর্ধ্ব-২৩ স্কোয়াডে প্যারিস অলিম্পিকের আর্জেন্টিনা দলে। সেবারে না হলেও শেষ পর্যন্ত ঠিকই মেসির কোচ হয়েছেন মাশ্চেরানোর। মেসির ক্লাব ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে ঘোষণা করা হলো সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম।

জেরার্দো টাটা মার্টিনো ইন্টার মায়ামির দায়িত্ব ছাড়ার পর দলটির সম্ভাব্য কোচের তালিকায় জাভি হার্নান্দেজের নাম শোনা যাচ্ছিল। সঙ্গে ছিল জ্যাভিয়ের মাশ্চেরানোর নামটা। কদিন আগেই দল-বদলের বিখ্যাত ও বিশ্বস্ত সূত্র ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, ‘জাভি নয়, মাশ্চেরানোই হতে যাচ্ছেন মায়ামির পরবর্তী কোচ।’

সেই সূত্রে আরও তিন সাবেক সতীর্থকেও কোচিং করাতে যাচ্ছেন মাশ্চেরানো। বার্সেলোনার দিনগুলোতে যে খেলেছিলেন সার্জিও বুসকেতস, লুইস সুয়ারেজ আর জর্দি আলবার সঙ্গেই। মায়ামির কোচ হওয়ার আগে মাশ্চেরানো সর্বশেষ কোচ ছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের।

আপাতত মাশ্চেরানোর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে মায়ামি। চুক্তিসংক্রান্ত আনুষ্ঠিকতা শেষে মেসিদের সঙ্গে কাজ শুরু করবেন ৪০ বছর বয়সী মাচেরানো।

কোচের নাম ইন্টার মায়ামির সহমালিক হোর্হে মাস জানিয়েছেন, কেন তারা মাশ্চেরানোকে কোচ হিসেবে নিয়োগ দিলেন, ‘এমন একজনকে দরকার ছিল, যিনি কিনা আমাদের বিশ্বতারকা ও অন্য খেলোয়াড়দের প্রতিভার সর্বোচ্চটা বের করে আনতে পারবেন। হাভিয়ের ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলে ও আন্তর্জাতিক যুব ফুটবলের কোচিং করিয়ে অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।’

ইন্টার মায়ামির দায়িত্ব নিয়েই নিজের উচ্চাশার কথা ব্যক্ত করেছেন মাশ্চেরানো নিজেও, ‘ইন্টার মায়ামির মতো ক্লাবের কোচ হওয়াটা আমার জন্য সম্মানের। আমি সুযোগটার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চাই। ক্লাবের সবার সঙ্গে কাজ করে ক্লাবটিকে নতুন উচ্চতায় তুলতে মুখিয়ে আছি। সমর্থকদের মনে রাখার মতো মুহূর্ত উপহার দিতে চাই।’

আর্জেন্টিনার রিভার প্লেটের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মাশ্চেরানো পেশাদার ক্যারিয়ারে খেলেছেন ব্রাজিলের করিন্থিয়ানস, ইংল্যান্ডের ওয়েস্ট হাম ও লিভারপুলে। ক্যারিয়ারের লম্বা একটা সময় স্পেনের বার্সেলোনায়। বার্সার হয়ে পাঁচবার লা লিগা জেতা মাচেরানো জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগও। জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com