আমরা সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই: শফিকুর রহমান

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আগামীতে আমরা সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশে মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ। সব ধর্ম ও বর্ণের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন। সমাজের প্রতিটি মানুষের অধিকার আমরা নিশ্চিত করতে চাই। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “কয়েক হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় নিয়েছে। আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বাংলার আকাশে কিছু শকুন ঘুড়ে বেড়াচ্ছে। এসব শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে। যেন কোনো শকুন মাটিতে নামতে না পারে। তিনি আরো বলেন, “বিগত ১৭ বছর সাতক্ষীরার মানুষ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। দেশের মধ্যে সাতক্ষীরার একজন সংসদ সদস্যের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি এই জনপদের সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডল।

জামায়াতের আমির বলেন, “সাতক্ষীরার মানুষের ওপর তারা (আওয়ামী লীগ) জুলুম করেছে। তারা খুন করেছে, অনেককে পঙ্গু বানিয়েছেন, সম্পদ লুটপাট করেছে। মানুষকে তারা তাদের দাসে পরিণত করেছিল। সারাদেশে একই অবস্থা ছিল। সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরায়।”

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দেস আব্দুল খালেক, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাবেক জেলা আমির মুহাদ্দিস রবিউল বাসার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোসলেম আলী, ওমর ফারুক, প্রভাষক অবায়দুল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com