ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, নিহত ১৮

নিজস্ব  প্রতিবেদক: ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে শ্রীলঙ্কায় ১৫ জন, ভারতে তিনজন নিহত হয়েছে । শনিবার (৩০ নভেম্বর) শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু ও পুদুচেরিতে রাতভর তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। পরে রোববার (০১ ডিসেম্বর) সকালে শক্তি হারিয়ে এটি লঘুচাপে পরিণত হয়েছে।

ভারতে সংবাদমাধ্যম নিউজ-১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে,শনিবার রাত ১১টার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগে আঘাত হানে। এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরীতে ভারি বৃষ্টি হয়েছে। ব্যাপক বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে চেন্নাইয়ে ট্রেন চলাচল ও ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়। বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর।চেন্নাইয়ে বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় বিদ্যুতায়িত হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে।এদিকে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলঙ্কায় ১৫ জনের মৃত্যুর তথ্য মিলেছে।এর মধ্যে পূর্বাঞ্চলেই মারা গেছে ১০ জন।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, এরইমধ্যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। ফিনজাল দুর্বল হলেও এখনই বৃষ্টি থামছে না চেন্নাইতে।আবহাওয়া দপ্তর জানিয়েছে,তামিলনাড়ু,পুদুচেরি, দক্ষিণ কর্নাটক এবং কেরালায় আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে।অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রোববার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com