স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকার মো: মফিজ উদ্দিনের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদক মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে রাজপাড়া থানা পুলিশ। গতকাল ৩০ নভেম্বর ২০২৪ রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শহিদুল ইসলাম রাজপাড়া থানার তেরোখাদিয়ায় তার বাড়িতে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলম এর দিকনির্দেশনায় এসআই মো: ছাদেকুর রহমান ও তাঁর টিম রাত সাড়ে ১২ টায় অভিযান পরিচালনা করে আসামি শহিদুলকে তার বাড়িতে থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।