নিজস্ব প্রতিবেদক: বিদ্যালয়ের সামনে কোন মাঠ নেই, খোলা জায়গাও নেই। সড়ক থেকে উঠলেই পাঁচ ফুটের একটি ফুটপাত। তারপরই রাজশাহীর খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক। রোববার সকালে বিদ্যালয়ের সামনের সড়ক পার হতে গিয়ে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী প্রাইভেটকারের ধাক্কায় গুরুত্বর আহত হয়েছে।
এর জের ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আহত শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ে ঢোকার সময় প্রাইভেটকারের ধাক্কায় গুরুত্বর আহত হয় সে।
এ দুর্ঘটনার পর বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা কাগজে লেখা ফেস্টুন নিয়ে সড়ক অবরোধ করে। বেলা ৩টা পর্যন্ত সড়ক অবরোধই ছিল। বিদ্যালয়ে অবস্থান করছিলেন শিক্ষা কর্মকর্তারা।
খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নগরের রানীনগর এলাকায়। আগে বিদ্যালয়ের সামনে কিছুটা ফাঁকা জায়গা ছিল।
কিন্তু কয়েক বছর আগে শহরের তালাইমারী-কল্পনা হলের মোড় সড়কটি সম্প্রসারণ করতে গিয়ে জায়গা অধিগ্রহণ করে রাজশাহী সিটি করপোরেশন।
তারপর সড়ক সম্প্রসারণ হয়, বিদ্যালয়টি এসে দাঁড়ায় একেবারে সড়কের ওপর।
দুর্ঘটনা ও সড়ক অবরোধের বিষয়ে কথা বলতে চাননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলা তারিন।
বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা মোখলেসুর রহমান উত্তরভূমিকে বলেন, ‘আহত মেয়েটি এখন ভাল আছে। হাসপাতালে আমাদের কর্মকর্তা আছেন। তার চিকিৎসার ব্যাপারে আমরা খোঁজ রাখছি।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা এখনও সড়কে আছে। এখন সমস্যা হলো স্কুলটা একেবারেই রাস্তার ওপর। সিটি করপোরেশন জায়গা অধিগ্রহণ করায় এ অবস্থা হয়েছে।
এখন চাইলেই স্কুল সরিয়ে নেওয়া সম্ভব না। দুর্ঘটনা এড়াতে আমাদের সচেতন হতে হবে। কীভাবে এটা করা যায় আমরা দেখছি।’