নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই ছাত্রলীগকর্মীর নাম আকিফ-ই-রাব্বি (২৫)। সে নগরীর সাগরপাড়া এলাকার গোলাম নবীর ছেলে। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সিটি কলেজের সামনে থেকে তাকে ধরে পুলিশে দেওয়া হয়। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে
রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ছাত্রলীগকর্মী আকিফকে জিজ্ঞাসাবাদ করেন।
লিমন এসময় মোবাইল থেকে ভিডিও বের করে দেখান, যাতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আকিফকে ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঙ্গে দেখা যায়।সে তার অনুসারী ছিল বলেও জানান তিনি।
এ ছাড়া ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুইহাতে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলের সঙ্গেও ছাত্রলীগকর্মী আকিফের ছবি দেখান তিনি।
এ সময় ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন বলেন, মেহেদী হাসান রনির সঙ্গে এই আকিফ ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নিয়েছিল। এখনও রনির সঙ্গে যোগাযোগ রয়েছে তার।
এখনও ছাত্রলীগের যে নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের গ্রেফতারে পুলিশের প্রতি আহ্বান জানান এই ছাত্রদল নেতা।
তিনি অভিযোগ করে বলেন, আমরা ছাত্রদল করি, কাউকে ধরিয়ে দেওয়া লাগেনি। পুলিশই আমাদের খুঁজে খুঁজে গ্রেফতার করেছে।
কিন্তু এখন ছাত্রলীগ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের খুঁজে পাচ্ছে না পুলিশ।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, আটক ছাত্রলীগ কর্মীকে থানায় নিয়ে এসে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।