দীঘিনালায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন করেছে সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অতুলনীয়। দূর্গম এলাকার বসবাসরত জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের লক্ষে শিক্ষা, চিকিৎসা, আর্থিক সেবা সহ বিভিন্ন সহযোগিতা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী।
তারই ন্যায় সোমবার (২ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোন কতৃক দীঘিনালার ৪ নং দীঘিনালা ইউনিয়নের মধ্যবানছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়রে মাঠে স্থানীয় দুই শতাধিক পাহাড়ী সম্প্রদায়ের মানুষের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করা হয়৷ এ সময় মেডিকেল ক্যাম্পেইন ও চিকিৎসা সেবা প্রদান করেন, দীঘিনালা সেনা জোনের মেডিকেল অফিসার আর এমও মো. রাকিবুল ইসলাম রনি। মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com