নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারতের মধ্যে অব্যাহত উত্তেজনার প্রেক্ষাপটে রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশনসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন ভবন, বর্ণালী মোড়ের ভারতীয় ভিসা সেন্টার এবং পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী ভারতীয় হাইকমিশনারের বাসভবনের সামনে সতর্কতামূলক নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এ লক্ষ্যে বাড়তি পুলিশ ফোর্স সতর্কাবস্থায় রাখা হয়েছে ভারতীয় স্বার্থ সংশ্লিষ্ট এসব স্থাপনায়।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গণমাধ্যম বিষয়ক মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাবিনা ইয়াসমিন সোমবার রাত সাড়ে ৮টায় জানান, রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশনসহ স্বার্থ সংশ্লিষ্ট কোনো স্থাপনায় সরাসরি কোনো হুমকি নেই।
তবে আরএমপি কর্তৃপক্ষ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় অগ্রিম সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন। এ বিষয়ে আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তদারকির মধ্যে রয়েছি। এটা পুলিশের দায়িত্ব।
এদিকে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলার ঘটনার খবরে রাজশাহীতেও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যার আগে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ভবনসহ স্বার্থসংশ্লিষ্ট ভবনের সামনে ও কাছাকাছি এলাকার সড়কে পুলিশের টহল বাড়ানো হয়েছে।
আরএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, স্বাভাবিক সময়ে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ভবন, সহকারী হাইকমিশনারের বাসভবন, ভিসা সেন্টারসহ বিভিন্ন স্থাপনায় পুলিশ মোতায়েন থাকে; কিন্তু সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।
আমরা চাই না- এ সুযোগে কেউ হামলার মতো অনা- কাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলে। সবার নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।#