রাজশাহীর পুঠিয়ায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বীজ প্রত্যয়ন এজেন্সী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী এর যৌথ উদ্যেগে ও উপজেলা কৃষি অফিস, পুঠিয়া, রাজশাহীর সার্বিক সহযোগিতায় বানেশ্বর বাজারে চলতি রবি মৌসুমে কৃষকগণের মানসম্পন্ন বীজ প্রাপ্তি নিশ্চত করণের লক্ষ্যে বীজের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

সোমবার বেলা ১১.০০ টার দিকে এ অভিযানে বানেশ্বরে অবস্থিত মেরী কীটনাশক ও বীজ ভান্ডার এবং ভাই-ভাই বীজ ভান্ডারের দোকানে মেয়াদ উর্ত্তীন বীজের প্যাকেট এবং সরকারি অনুমোদন ব্যতীত বীজ বিক্রয়ের কারণে মেরী কীটনাশক ও বীজ ভান্ডারকে ৫০০০/-টাকা এবং ভাই-ভাই বীজ ভান্ডারকে ৬০০০/- টাকা করে জরিমানা করা হয়।

উক্ত অভিযানে মোছাঃ হুসনা ইয়াছমিন, বহিরাংগন অফিসার, বীজ প্রত্যয়ন এজেন্সী, রাজশাহী, মোঃ ইব্রাহিম হোসেন, উপপরিচালক ও মোঃ মাসুম আলী, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী, নিভাষ সরকার কৃষি সম্প্রসারণ অফিসার, পুঠিয়া, রাজশাহী এবং গোলাম সাকলাইন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা,পুঠিয়া, রাজশাহী উপস্থিত ছিলেন।

সর্বসাধারণের সম্মুখে ভোক্তা অধিকার আইন সম্পর্কে অবহিত করেন এবং ব্যবসায়ীগণকে সরকারি বিধি বিধান মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রনয়ন করেন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com