সারাদেশের ন্যায় রাজশাহীতেও এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

স্টাফ রিপোর্টার:  সারাদেশের ন্যায় রাজশাহীতেও পালিত হয়েছে এনজিও ফাউন্ডেশন দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২ ডিসেম্বর ২০০৪ খ্রিষ্টাব্দে জারীকৃত রেজুলেশনের মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে।

প্রতিষ্ঠানকাল-২০০৫ থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে দারিদ্র বিমোচন, ভিশন-২০২১ এবং উন্নত সোনার বাংলাদেশ-২০৪১ অর্জন নিমিত্তে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ০২ ডিসেম্বর ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে রাজশাহী জেলার সহযোগী সংস্থাসমূহ আর.এস.ডি.পি, প্রতিবন্ধি সেচ্ছাসেবী সংস্থা, পিডিও, কাঁকন বহুমুখী উন্নয়ন সংস্থা, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, লক্ষিপুর দুস্থ্য মহিলা সংস্থা, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, নাহরিন দুস্থ মহিলা সংস্থার আয়োজনে ও রাজশাহীর দায়িত্ব প্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর ব্যবস্থাপনায় দিবসটি আনন্দঘন পরিবেশে নগরীর রানীবাজারন্থ এস.কে.ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে উদ্যাপিত হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে আলোচনা সভা ও ডেঙ্গু সচেতনতায় উপকারভোগী সদস্যদের মাঝে মশারি প্রদান করা হয়। কর্মসূিচর প্রথম পর্যায়ে কেক কেটে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর নির্বাহী পরিচালক, সাবেক মহিলা কমিশনার ও বিএনএফ এর সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এ.টি.এম.গোলাম মাহবুব, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহী।

ড, আইনাল হক, ব্যুরো প্রধান, বাংলাদেশ সংবাদ সংস্থা, রাজশাহী। সম্মানিত অতিথিবৃন্দ এনজিও ফাউন্ডেশন কে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং রাজশাহী জেলার সহযোগি সংস্থাগুলোর উন্নয়ন কর্মসূচীতে তাদের সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।

একই সাথে সকলে একসাথে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অত্র অঞ্চলের দারিদ্রতা কমাতে সহায়ত ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা এর সহকারি পরিচালক মোঃ মাহবুব হোসেন, আরএসডিপি’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, নিবুস এর সুপারভাইজার, ইকবাল আলী, পিডিও এর নির্বাহী পরিচালক এ,কে এম এনামুল হক, পিএসএস এর নির্বাহী পরিচালক মোঃ আলী আকবর, কাবিউস এর সহকারী পরিচালক, দেলোয়ার হোসেন, এলডিএমএসএস এর সভানেত্রি মিসেস সুফিয়া ইসলাম ও নাহারিন দুঃস্থ্য মহিলা সংস্থার সহকারী পরিচালক সাহান নাজমুস সাদ্দাত দিবসটি উপলক্ষে অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে ২৭ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে ডেঙ্গু সচেতনতায় মশারি প্রদান করা হয় । অনুষ্ঠান উপস্থাপনা করেন লফস’র প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল।#

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com