ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে শ্রীলঙ্কা-ভারতে নিহত ২০

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে শ্রীলঙ্কা ও ভারতে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন খবর পাওয়া যাচ্ছে।   বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত এই ঘূর্ণিঝড়ে নিহতদের মধ্যে ১৭ জন শ্রীলঙ্কার এবং বাকি ৩ জন ভারতের তামিলনাড়ুর। ফিনজালের প্রভাবে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ো বাতাসের কারণে প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষকে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

গত রবিবার (১ ডিসেম্বর) সকালে দক্ষিণ তামিলনাড়ু এবং পুডুচেরি উপকূলে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করে (ডাঙায় উঠে আসে) এই সময় অন্তত তিনজনের মৃত্যু হয়। প্রবল বৃষ্টি এবং তীব্র বাতাসে ফলে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এটি ছিল এই মৌসুমে বঙ্গোপসাগরে দ্বিতীয় ঘূর্ণিঝড়, যার বেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার ।

অন্যদিকে শ্রীলঙ্কার দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার পাশাপাশি প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকাগুলোতে ২০ জন নিহতের পাশপাশি বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ। বর্তমানে তারা বিভিন্ন অস্থায়ী ত্রাণ শিবিরে অবস্থান করছেন। শ্রীলঙ্কার উপকূলে আঘাত হেনেছিল ফিনজাল। তার দু’দিন পর রোববার ভোরের দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু-পদুচেরির উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com