বিনোদন ডেস্ক: প্রাক্তন প্রেমিক এবং তার বান্ধবীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি। এই মুহূর্তে জেলে রয়েছেন তিনি। বোনের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর থেকে নীরব ভূমিকা পালন করছেন নার্গিস। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকলেও বোনকে নিয়ে কোনো বিবৃতি দেননি তিনি। বোন গ্রেপ্তারের কয়েক ঘণ্টার পর নিজের স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন নার্গিস। নিজের নতুন সিনেমা ‘হাউসফুল ফাইভ’র প্রচারণায় একটি পোস্ট করেন অভিনেত্রী। সহ-অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এবং সোনম বাজওয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, আমরা আসছি তোমাদের জন্য। নার্গিসের এমন পোস্টের পর তাকে নিয়ে নেটিজেনদের চর্চা তুঙ্গে। অনেকেই সেই পোস্টের কমেন্ট বক্সে বোনের বিষয়ে প্রশ্ন করলেও কোনো জবাব দিচ্ছেন না তিনি।
অন্যদিকে নার্গিসের ঘনিষ্ঠজনরা গণমাধ্যমে দাবি করছে, গত ২০ বছর ধরে নাকি বোনের সঙ্গে কোনো যোগাযোগ নেই অভিনেত্রীর। এতটাই দূরত্ব তাদের, তিনি নিজেও বোনের গ্রেপ্তারের ঘটনা বাকিদের মতো খবর দেখেই জানতে পারেন। জানা গেছে, এডওয়ার্ড জ্যাকবস নামে এক তরুণের সঙ্গে দীর্ঘ দিন ধরেই সম্পর্ক ছিল আলিয়ার। তবে বছর খানেক আগে ভেঙে যায় তাদের সম্পর্ক। কিন্তু বিষয়টি মেনে নিতে পারছিলেন না আলিয়া। প্রাক্তন প্রেমিক নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জেনেই প্রতিশোধ নিতে চাইছিলেন তিনি।
এদিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমে নার্গিস কোনো মন্তব্য না করলেও অভিনেত্রীর মা বলেন, আমার মেয়ে কাউকে হত্যা করতে পারে না। ও সবার খেয়াল রাখত, সবার সাহায্যে এগিয়ে যেত। গত ২ নভেম্বর জ্যাকবসের বাড়িতে আগুন লাগে।ওই সময় ওই বাড়িতে ছিলেন তার বর্তমান প্রেমিকা আনাস্তাসিয়া ইত্তিয়েন। ওই দিন সকালে প্রেমিকের বাড়ি গিয়ে চিৎকার করে আলিয়া বলেন, ‘আজ তোমাকে মরতেই হবে। এরপরই জ্যাকবসের বাড়িতে আগুন লাগে। সেই আগুনে পুড়ে মারা যান আলিয়ার প্রাক্তন প্রেমিক ও তার বর্তমান প্রেমিকা।