রাবিতে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর পশ্চিম বুধপাড়া এলাকায় এক আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরএমপির চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম মো. কাওসার আলী (৫০)। তার বাসা পশ্চিম বুধপাড়া এলাকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিওন হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ওসি মতিয়ার রহমান  জানান, কাওসার মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে নিখোঁজ ছিলেন। তার স্ত্রীর ফোন রিসিভ করছিলেন না। বারবার তার ফোনে যোগাযোগের চেষ্টা করেন পরিবারের সদস্যরা। কিন্তু তাকে পাননি।

পরে বুধবার দুপুরে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি মতিয়ার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com