রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৫ জন, মাদক মামলায় ৮ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: শাহিনুর ইসলাম, মো: তুহিনুজ্জামান তুহিন, মো: মৃদুল, মো: জাহাঙ্গীর আলম ও কামরুল হাসান সাইমন ।
রাজশাহী মহানগরীর শাহিনুর ইসলাম কর্ণহার থানার বিলনেপাল পাড়ার মো: সেরাজুল ইসলামের ছেলে। সে পবা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
তুহিন বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
মৃদুল মতিহার থানার কাজলা এলাকার মো: মুকুটের ছেলে। সে মহানগর ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক।
মো: জাহাঙ্গীর আলম বোয়ালিয়া মডেল থানার উপশহর নিউমার্কেট এলাকার মো: হযরত আলীর ছেলে।
কামরুল হাসান ছাত্রলীগ এর স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সাবেক সম্পাদক সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার চিনঘোরিয়া গ্রামের মো: কালাম হাওলাদারের ছেলে। বর্তমানে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।