আরও এক মামলায় গ্রেফতার দেখানো হলো শাহজাহান ওমরকে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এরপর ২০২৩ সালে নভেম্বরে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় করা বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত এর বিচারক মিরাজুল ইসলাম রাসেল জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এই মামলার অন্য আসামিরা হলেন, রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য মো. রাসেল এবং তাওহীদ ও তরিকুল ইসলাম সুমন। আসামিপক্ষের আইনজীবী নাসির উদ্দীন কবির বলেন, রাজাপুরের একটি বিস্ফোরক মামলায় পুলিশ আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার দিন ব্যারিস্টার শাহজাহান ওমর ঢাকায় ছিলেন বলে আমরা আদালতকে বলেছি।

এ সময় আদালতের এজলাস থেকে বের হয়ে শাহজাহান ওমর বলেন, আমার সাথে অন্যায় করা হয়েছে। মামলায় উল্লেখিত সময়ে আমি ঘটনাস্থলেই ছিলাম না। জনগণের ভোটে আমি আবার এমপি হবো। প্রসঙ্গত, গত ২১ নভেম্বর ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করে পুলিশ। কাঠালিয়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ঝালকাঠি জেলা প্রতিষ্ঠিত হবার আগে বাকেরগঞ্জ-১২ আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান ওমর। পঞ্চম, অষ্টম ও দ্বাদশ জাতীয় সংসদে তিনি ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনে লড়ে জয়লাভ করেন। খালেদা জিয়ার প্রথম ও তৃতীয় মন্ত্রিসভায় একাধিক দফতরের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com