চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মদসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামে মাসুদপুর সীমান্ত হতে ভারতীয় মদসহ ০১ জনকে আটক আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবি।
আটককৃত ব্যক্তি হলেন  শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের মোঃ জিয়ারুল ইসলামের ছেলে মোঃ নাজির হোসেন। রবিবার (০৮ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবি থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  গোপন তথ্যের ভিত্তিতে ০৮ ডিসেম্বর রাত ০১টা ৩০ মিনিটে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল  শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ নাজির হোসেন কে ৪৬ বোতল ভারতীয় মদসহ আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মদসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com