বাগমারা প্রতিনিধি: মায়ের সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছেন ছেলে, দেড় মাসেও মিলেনি খোঁজ। রাজশাহীর বাগমারায় নিখোঁজ মায়ের সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছেন ছেলে। দেড় মাসেও মিলেনি নিখোঁজ মায়ের সন্ধান।
শারীরিক সমস্যাগ্রস্ত মায়ের সন্ধানে আত্মীয় স্বজনের পরিবারের পাশাপাশি বিভিন্ন এলাকাতেও খোঁজা অব্যাহত রেখেছেন। মায়ের সন্ধানে বাগমারা থানাতেও সাধারণ ডায়েরী করেন নিখোঁজ মাজেদা বিবির ছেলে আব্দুল মাজিদ গাইন। নিখোঁজ মাজেদা বিবির বাড়ি শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে।
থানায় লিখিত সাধারণ ডায়েরী সূত্রে জানাগেছে, নিখোঁজ মাজেদা বিবি দীর্ঘদিন থেকে শারীরিক ভাবে অসুস্থ। গত ২৫ অক্টোবর তার বাবার বাসা উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে বের হন। তবে তিনি বাড়িতে আর পৌঁছাননি। নিখোঁজের পর থেকেই ছেলে আব্দুল মাজিদ গাইন সম্ভাব্য সকল জায়গায় সন্ধান চালালেও কোন খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ মাজেদা বিবির আনুমানিক বয়স ৫৫ বছর। শারীরিক গঠন চুল সাদা-পাকা, গায়ের রং শ্যামলা, উচ্চতা সাড়ে ৪ ফিট৬ ইঞ্চি।
নিখোঁজ মাজেদা বিবির ছেলে আব্দুল মাজিদ গাইন বলেন, মাকে হারিয়ে পাগল পারা হয়ে গেছি। আত্মীয় স্বজনের বাড়িতে সন্ধান করেছি। আশপাশের উপজেলাতেও খোঁজ করেছি। এখনো কোথায় খোঁজ পাইনি। তীব্র ঠান্ডায় আমার মা অনেক কষ্ট পাচ্ছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি আমার মায়ের খোঁজ পেয়ে থাকেন তাহলে আমার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৮৩-৬৩৫১১৮ এ কল করে জানাবেন।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সাধারণ ডায়েরির পর থেকে আমরা বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করেছি। সেই সাথে আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন স্থানে সন্ধান করা হচ্ছে।