শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় সংবর্ধনা দিলেন ওসি শাহিন আকতারকে

নিজস্ব প্রতিবেদক :  রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ( আরএমপি) থেকে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানালেন অফিসার ইনচার্জ শাহিন আকতারকে। ১১ ডিসেম্বর রাজশাহী মেট্রো পলিটন পুলিশ ( আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার আবু সুফিয়ান বিদায়ী সংবর্ধনা জানান এবং বিদায়ী ক্রেস্ট উপহার দেন। এ সময় আরএমপি-র সিনিয়র পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে এয়ারপোর্ট থানায় মতিহার ও শাহমুখদুম জোনের ডিসি মো: মমিনুল করিম ও থানার কর্মরত সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ ওসি শাহিন আকতারকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট উপহার দেন। ১১ ডিসেম্বর থানায় ওসির কক্ষে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সদা মিষ্টিভাষি পুলিশ কর্মকর্তা ছিলেন সকলের আছে প্রিয়জন। বন্ধু সুলভ আচরণের অধিকারী ওসি শাহিন আকতার পুলিশের সেবা প্রদানে বিচক্ষণতার সহিত দ্বায়িত্ব পালন করতেন।

২০১১ সালে কর্মজীবন শুরু করে আরএমপিতে যোগদান করেন ২০১৬ সালের অক্টোবর মাসে। সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন বিগত ৭ বছর ধরে।

আরএমপির বিভিন্ন থানায় দ্বায়িত্ব পালন করেন, বুদ্ধিমত্তা ও সাহসীকতার জন্য সিআইডিতেও দ্বায়িত্ব পালন করেছেন।

গত ১৫ আগষ্ট ২০২৪-এ তিনি আরএমপির এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। তার পূর্বে তিনি মতিহার থানায় অফিসার ইনচার্জ ( তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

এয়ারপোর্ট থানার একাধিক পুলিশ কর্মকর্তারা জানান ওসি শাহিন আকতার খুব অল্প সময়ে থানার সকল স্টাফদের সাথে আপনজন হয়ে গেছিলেন। তিনি অত্যান্ত ভালো মনের মানুষ আমরা তার সুস্বাস্থ্যে ও সফলতা কামনা করছি।

এ বিষয়ে শাহিন আক্তার বলেন এটা পুলিশের নিয়মিত বদলি, দীর্ঘদিন আরএমপির বিভিন্ন থানায় কর্মরত ছিলাম রাজশাহী শহর অত্যন্ত শান্তি প্রিয় একটি জায়গা এখানকার মানুষজন অত্যান্ত ভালো, কাজ করে অনেক ভালো লেগেছে।

তিনি আরও বলেন ইন্সপেক্টর হিসেবে পিবিআই এ যোগদান করবো, চেষ্টা করবো সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করতে, আমার জন্য আপনারা দোয়া করবেন। ”

শাহিন আকতার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বাসিন্দা, পিতা-মাতা, স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে তার সুখী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com