রাজশাহীতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

নিজস্ব প্রতিবেদক:  আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস দিবসটি উপলক্ষে রাজশাহীতে দেখা মেলেছে বিভিন্ন আয়োজন রাত ১২:০১ মিনিটে অর্থাৎ ১৬ তারিখের প্রথম প্রহরে সরকারি বেসরকারি বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে ফুলের তোড়া নিয়ে দেখা যায় রাজশাহীর কলেজের শহীদ মিনারে এবং ভোর হওয়ার সাথে সাথে বাচ্চারাও শহীদদের স্মরণে ফুল দিতে আসে তার মা বাবার সাথে।

এবং রাজশাহী সোনা দিঘির ভুবন মোহন পার্কে সেখানে শহীদ মিনারের ফুল দিতে আসে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সকল সদস্য সহ নেতাকর্মীরা সেখানে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি এবং আনন্দ টিভি রাজশাহীর স্টাফ রিপোর্টার শামসুল ইসলাম বলেন আজ মহান বিজয় দিবস স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন।

দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বহু প্রাণের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে এনেছিল বিজয়ের লাল সূর্য।

পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের পর এদিন আত্মসমর্পণ করে মুক্তিকামী মানুষের কাছে।

আর পাকিস্তানি বাহিনীর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার। নির্যাতন, নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি।

আজ পরম শ্রদ্ধা আর ভালবাসায় পুরো জাতি স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদদের। যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

এবং সকালে রাজশাহীর সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ওড়ানো দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com