চারঘাট প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪০তম বিসিএসের ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়।
চিঠিতে সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন ইমনের স্বাক্ষর রয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শৃঙ্খলাভঙ্গের কারণে প্রশিক্ষণরত ৪০তম বিসিএসের ২৫ জন এএসপিকে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, এএসপি (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণার্থী হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার সময় গত ২৬ নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচি অনুযায়ী বিকেলের সেশনে প্যারেড চলাকালে দায়িত্বপ্রাপ্ত সিএএসআই দৌড়ের নির্দেশ দিলে আপনি এবং কয়েকজন সহযোগী তা অমান্য করেন।
দৌড়ানোর পরিবর্তে এলোমেলোভাবে হাঁটতে শুরু করেন, যা অন্য প্রশিক্ষণার্থীদের জন্য বাধা সৃষ্টি করে।
বারবার দৌড়ানোর অনুরোধ সত্ত্বেও আপনি তা উপেক্ষা করেন এবং এর বদলে বিভিন্ন কটূক্তি করেন।
এ ধরনের আচরণ মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সার্বিক প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এবং অন্য প্রশিক্ষণার্থীদেরও শৃঙ্খলাভঙ্গের দিকে প্ররোচিত করে।
এ অবস্থায়, আপনার এই আচরণের পরিপ্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।