কোল্ডস্টোরজে অভিযান: মজুত রাখা ২৩০০ বস্তা আলু জব্দ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় কোল্ডস্টোরে মজুত রাখা ২ হাজার ৩০০ বস্তা আলু জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রহমান ব্রাদার্স কোল্ড স্টোরেজ প্রা. লি. অভিযান চালিয়ে এই আলু জব্দ করা হয়। পরে ডাকের মাধ্যমে ৩৯ টাকা কেজি দরে আলুগুলো বিক্রি করা হয়। ব্যবসায়ীরা বিক্রি করবেন ৪৫ টাকা কেজি দরে।

জানা গেছে, পবায় রহমান ব্রাদার্স কোল্ড স্টোরেজ প্রা. লি. বিক্রির পরেও ২ হাজার ২০০ বস্তা আলু মজুত রাখা হয়েছিল। একই কোল্ডস্টোরজে অন্য একটি রুম থেকে আরও ১০০ বস্তা আলু জব্দ করা হয়। এর আগে রোববার উপজেলার আমান কোল্ডস্টোরজে ৪৫২ বস্তা ও রহমান কোল্ডস্টোরজে ১৫০৫ বস্তা আলু জব্দ করা হয়।

পবার ইউএনও মো. সোহরাব হোসেন বলেন, কোল্ডস্টোরজে মজুত খালি করে দেওয়া হচ্ছে। জব্দকৃত আলুগুলো ব্যবসায়ীরা ৩৯ টাকা কেজি দরে ক্রয় করেছেন। তারা ৪৫ টাকা কেজি দরে খুচরা বাজারে বিক্রি করবেন। বিষয়টা মনিটরিং করা হবে। ইতোমধ্যে কয়েকটি কোল্ডস্টোরজে অভিযান পরিচালনা করা হয়েছে।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, সরকার পাইকারি বাজারের দাম নির্ধারণ করে দেওয়ার পরেও কোল্ডস্টোরজে মালিক ও ব্যবসায়ীরা একটি সিন্ডিকেট তৈরি করে আলু মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। তারা বাজারে বেশি দামে আলু বিক্রি করছেন। এ ব্যাপারে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার কোল্ডস্টোরজে খালি করার নির্দেশ দেন। এরপরেও কয়েকটি কোল্ডস্টোরজে আলু মজুত রেখেছিল। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, রাজশাহী জেলাতে ৪৩টি কোল্ডস্টোরজে রয়েছে। এসব কোল্ডস্টোরজে সংরক্ষণ বা মজুত করা যায় প্রায় ৮৫ লাখ বস্তা আলু। প্রতি বস্তায় আলু থাকে ৬০ থেকে ৬৫ কেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com