সংবাদ বিজ্ঞপ্তি : আগামী ২৫ ডিসেম্বর রাজশাহী মহানগরীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীগণ বিভিন্ন গীর্জা/উপাসনালয়ে তাদেঁর ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হবে।
উক্ত অনুষ্ঠান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
অনুষ্ঠানের দিন ২৫ ডিসেম্বর ২০২২ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১(ঢ), ২৯ এর ১(ক), (খ) ধারার অর্পিত ক্ষমতাবলে সকল প্রকার অস্ত্র, আতশবাজি, পটকা-সহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ক্রয়-বিক্রয়/ ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর আরএমপি’র পুলিশ কমিশনার মোহম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।