নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দিগন্ত এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৬ জন ট্যালেন্টপুলে এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করবে জানিয়েছে দিগন্ত ফাউন্ডেশন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তিনঘন্টা ব্যাপী পরীক্ষা ধুন্দার হাইস্কুল এন্ড কলেজ ও কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাবুবুর হোসেন, প্রধান শিক্ষক ফজলুর রহমান ও প্রভাষক আব্দুর রউফ উজ্জল।
উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার ইফতিয়ার ইশান, উপদেষ্টা সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম রব্বানী, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক মেরাজ নবিউল ইসলাম, প্রধান শিক্ষক আলী আজম।
এতে সহযোগিতা করেন উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি যুবদল নেতা জামাল হোসেন ও শাবান বাজাজের পরিচালক ওমর ফারুক।