আরব আমিরাত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর চেয়ারম্যান আব্দুল্লাহ সুলতান আল ওয়াইজ সৌজন্য সাক্ষাৎ করেন কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান

মোহাম্মদ আরমান চৌধুরী,ইউ এ ই: সংযুক্ত আরব আমিরাত দুবাই-এ নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান।শারজাহ্ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ সুলতান আল ওয়াইজ-এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কনসাল জেনারেল শারজাহ্ তথা সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক বাণিজ্য, আমদানি-রপ্তানি এবং বিনিয়োগ বিষয়ে আলোচনা করেন।
শারজাহ্ এবং বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সংগঠন সমূহের মধ্যে পারস্পারিক যোগাযোগে র বিষয়েও কনসাল জেনারেল গুরুত্বারোপ করেন।

শারজাহ্ চেম্বারের চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ সুলতান আল ওয়াইজ দুই দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং সংগঠন সমূহের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংযোগ স্থাপনে তাঁর চেম্বারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। শারজাহ্-তে বাংলাদেশী ব্যবসায়ীদের সমন্বয়ে একটি ‘বিজনেস কাউন্সিল’ গঠনের সম্ভাব্যতার বিষয়ে কনসাল জেনারেল প্রস্তাব করলে জনাব আল ওয়াইজ সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর কমার্শিয়াল কাউন্সেলর জনাব আশীষ কুমার সরকার, শারজাহ চেম্বার-এর ইন্টারন্যাশনাল রিলেশন্স বিভাগের পরিচালক মিজ্ ফাতেমা খলিফা আল মুকাররবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com