মোহনপুরে নিরাপদ খাদ্য সুশাসন প্রতিষ্ঠার সভা

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর মোহনপুরে নিরাপদ খাদ্য সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা হলরুমে এ সভার আয়োজন করে বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ (খাদ্য শিল্প ও উৎপাদান) সদস্য ড. মোহাম্মদ শোয়েব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ (সিনিয়র সহকারী সচিব) উপরিচালাক রকিবুল হাসান, খাদ্য মন্ত্রাণালয়ের সহকারী সচিব সেলিনা সুলতানা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহীর নিরাপদ খাদ্য অফিসার ইয়ামিন হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, আইসিটি অফিসার শাহেদা সুলতান্, উপজেলা খাদ্য গোডাউন নিয়ন্ত্রক আশরাফ আলী, উপজেলার হোটেল-রেস্তুরার মালিক, সুশীল সমাজের ব্যক্তিরা।

সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা নিয়ে সাধারণ ভোক্তার মাঝে সচেতনা বৃদ্ধিসহ সকল খাদ্য উৎপাদন কেন্দ্রে তদারকি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।#এস.আর.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com