নাটোর বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই ৩ পরিবারের মাঝে ৫হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা। এর আগে তাদের ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ৫নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম লেলিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও ‘ক্যাব’ সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম তপু প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়ীয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে বাচ্চু মিয়া, আব্দুস সামাদের ছেলে তুফা ভুঁইয়া ও মৃত বাবার আলী আকন্দের ছেলে মুন্টু মিয়া আকন্দের বাড়িতে আগুন লাগে। আগুনে ৩টি পরিবারের ঘর ও ১টি গরুসহ সব কিছুই পড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়ে অসহায় পরিবারগুলো।#এস.আর.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com