৬ ঘণ্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৬ ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন নির্বাপণ চলছে। আমাদের কর্মীরা রুমে রুমে গিয়ে তল্লাশি চালাচ্ছেন। কোথাও কোনো আহত আছে কিনা বা ক্ষয়ক্ষতি কী রকম তা দেখছেন।

এরআগে বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজে যোগ দেয়। প্রায় ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের ২১১ জন কর্মীর নিরলস প্রচেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি স্টেশন অংশ নেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সচিবালের সামনের আব্দুল গণি রোডে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনা সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে সচিবালায় এলাকা।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎসুক জনতার ভিড়। সকাল ৯টা থেকে অফিস শুরু হওয়ার আগেই কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই তাদের কর্মস্থল সচিবালয়ের সামনে চলে এসেছেন। কিন্তু নিরাপত্তার স্বার্থে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com