নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে অবস্থিত শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের রুমের তালা ভেঙে ড. গোলাম মওলাকে পুনরায় তার কক্ষে বসিয়ে দিয়েছেন কলেজটির একাংশের শিক্ষার্থীরা। এ নিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১ টায় এই ঘটনার আগে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের কাছে অধ্যক্ষের রুমের চাবি চাইলে তিনি জানান, কলেজ কমিটির সভাপতি আরিএমপির কমিশনারের অনুমতি ছাড়া তিনি চাবি দিতে পারবেব না। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমের তালা ভেঙে ফেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীদের গ্রেপ্তার করার চেষ্টা করে। কয়েকজনকে ধরে পুলিশের গাড়িতে তুললে কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পুলিশের সঙ্গে শিক্ষাথীদের ধস্তাধস্তি হয়। এ সময় শিক্ষার্থীদের রোষানালে পড়ে পুলিশ। মেইন গেট বন্ধ করে দিয়ে বাঁশ নিয়ে পুলিশের দিকে তেড়ে যান শিক্ষার্থীরা।
গত ৫ আগস্টের পর শিক্ষার্থী ও শিক্ষকদের চাপের মুখে কলেজের অধ্যক্ষ ড. গোলাম মওলাকে অপসারণের নির্দেশ দেন আরএমপির তৎকালীন পুলিশ কমিশনার। এই ঘটনার আদালতের আশ্রয় নেন অধ্যক্ষ গোলাম মওলা। গত ১৫ ডিসেম্বর তার পক্ষে রায় ঘোষণা করে আদালত। সোমবার সকালে তিনি আদালতের সেই রায়ের কপি নিয়ে কলেজে আসেন অধ্যক্ষ হিসেবে যোগদান করতে।#এস.আর.